জামালপুরের মাদারগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী কেন্দ্রভিত্তিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা সময় মাদারগঞ্জ পৌরসভার মাদারগঞ্জ মর্ডান স্কুল মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী কেন্দ্রভিত্তিক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে দলীয় নীতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের জন্য জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই দলের মূল লক্ষ্য। তারা বলেন, কর্মীদের মধ্যে শৃঙ্খলা, আন্তরিকতা ও ত্যাগের চেতনা বজায় রেখে প্রত্যেকে নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী জনগণের পাশে রয়েছে এবং থাকবে। তাই প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে, এবং প্রত্যেক ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ কেন্দ্র দখল না করতে পারে।
সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর ৩ মাদারগঞ্জ মেলান্দহের আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান আজাদী, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, পৌর আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, উপজেলা বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, পৌর বায়তুল মাল সম্পাদক মজনু বিএসসি, মির্জা শরিফুল ইসলাম, আব্দুর রহমান, আমিনুর রহমান সহ ৫ ও ৬ নং ওয়ার্ড কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। শেষে আগামী দিনগুলোতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেন উপস্থিত কর্মীরা।