জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অসচেতনতার কারণে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ১৮ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৪৫ জন ডেঙ্গু রোগী।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কয়েকজন ডেঙ্গু রোগী এখনো মশারি ছাড়া বিছানায় শুয়ে রয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ৬ অক্টোবর একজনকে জামালপুরে রেফার্ড করা হয়েছে এবং ৩৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ভর্তি থাকা রোগী নূর মোহাম্মদ বলেন, “ভর্তি হওয়ার পরদিন থেকেই অবস্থার উন্নতি হতে শুরু করে।”
দায়িত্বরত নার্স কনিকা আক্তার জানান, “রোগীদের মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও তারা অনেকেই তা মানছেন না।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইনচার্জ নুরানী বেগম বলেন, “শনিবার বিকাল পর্যন্ত মোট ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। বর্তমানে ৫ জন চিকিৎসাধীন আছেন, ইনশাআল্লাহ তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।”
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “১ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। সীমিত জনবল দিয়েও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি, এবং বেশিরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।”