নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. মারুফ হাসান (২৫) নামের এক যুবকের মরদেহ ধানক্ষেতের ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর, ২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ হাসান একই গ্রামের হাদিস মিয়া ও আমেনা খাতুন দম্পতির ছেলে।
মরদেহ উদ্ধার:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা সাইডুলী নদী থেকে মাছ ধরে হাসুয়ারী ফিরছিলেন। ফেরার পথে তারা হাসুয়ারী থেকে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে একটি ধান ক্ষেতের ড্রেনে একজনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মিয়াকে খবর দেন।
ইউপি সদস্য সোহেল মিয়া সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে কেন্দুয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) জনাব মিহির রঞ্জন দেব, এসআই ইমন পাল, এসআই জাহিদ হাসান রানাসহ ডিউটিরত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পরিবারের বক্তব্য ও তদন্ত:
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মারুফ হাসান শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন এবং তারপর আর ফিরে আসেননি।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।