রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর মাসেই তিনি দেশে ফিরতে পারেন। এই তারিখকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
গতকাল বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমানের ফেরার নির্দিষ্ট দিন এখনই বলা যাচ্ছে না, তবে নভেম্বরের মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জানান, নির্ধারিত তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
গুলশানে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা:
দলীয় সূত্র অনুযায়ী, তারেক রহমান দেশে ফিরলে তিনি গুলশানের ৭৯ ও ১৯৬ নম্বর দুটি বাড়িতে থাকবেন।
তার নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।
সূত্র জানায়, সরকার ইতোমধ্যেই তার জন্য বিশেষ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এজন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার প্রক্রিয়াও চলছে।
নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থী চূড়ান্তকরণ:
দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের দেশে ফেরার আগে ৩শ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। অক্টোবর মাসের মধ্যেই অন্তত ২০০ আসনে প্রার্থী ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যেই বেশ কয়েকজন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে সক্রিয় থাকতে বলা হয়েছে।
নিরাপত্তা ও আইনি প্রস্তুতি:
দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার আগে তার নিরাপত্তা বিষয়ক নিশ্চয়তা পাওয়া গেলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) স্ট্যাটাসে বসবাস করছেন, এবং লন্ডনে থেকেই দল পরিচালনা করছেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার জন্য ট্রাভেল পাস ইস্যুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
দলের নেতাদের প্রতিক্রিয়া:
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “তারেক রহমান হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তাঁকে ঘিরেই জনগণের আশা জাগে। তাঁর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানকে শেষ করতে নানা পক্ষ ষড়যন্ত্র করেছে। কিন্তু জনগণের হৃদয়ে তিনি এখনো অটলভাবে জনপ্রিয় নেতা হিসেবে আছেন।”
নির্বাচন ও সম্ভাব্য প্রার্থীতা:
কোন আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন — এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, “তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে আসনটি এখনো নির্ধারিত হয়নি। বাংলাদেশের যে কোনো আসন থেকেই তিনি প্রার্থী হতে পারেন।”