 
																
								
                                    
									
                                 
							
							 
                    কভিট নাইনটিন,
আনলে পৃথিবীতে দুখের দিন।
করলে বিশ্ব জয়,
তোমাকে নিয়ে সবার ভয়।
প্রথমে চীন দেশে তোমারে আগমন,
এখন সারা বিশ্বে তোমার বিচরণ।
তোমার নিষ্ঠুরতায় প্রাণ যায়,
প্রিয় মানুষ হারায়।
বিশ্বের সকল মানুষ পড়লো সংকটে,
তোমার চিত্র সবার হৃদয় পটে।
তোমার কারণে নাই চাকরি নাই বেতন
হারালো তাই চেতন।
সামনে আসছে ঈদ-উল- ফিতর,
সুখ নেই কারো মনের ভিতর।
নাম তোমার করোনা ভাইরাস
হলে পড়ে বাঁচার নাইে আচ্ছাস।
হলো সবার শিক্ষা,
বার বার হাত ধোয়ার নিলো দীক্ষা।
কবে হবে নির্মূল তোমার
একটাই আশা সবার।
কত মানুষ হলো অসহায়!
ধুকে ধুকে প্রাণটা চলে যায়।
মিনতি করি কভিট নাইনটিন যাও চলে,
ফিরিয়ে দাও সবার সুখের দিন।
প্রভুর কাছে করি প্রার্থনা,
যদি তিনি করেন মার্জনা।
লেখক, কবি ফেরদৌসি খাণম রীনা