 
																
								
                                    
									
                                 
							
							 
                    ইসলাম ধর্ম মানুষের খেয়াল খুশিতে গড়া নয় এক আল্লাহুর বাণি।
আল্লাহু যেমন সকল সৃষ্টির স্রষ্টা তেমনি
সমস্ত জাহানের ভাবনা আছে এই ধর্মে।
যারা এই ধর্ম মানে না তাদের অমুসলিম বলে,
ইসলাম বলে না অমুসলিমদের অর্থ সম্পদ লুণ্ঠন করতে
তাদের সাথে অশুভ আঁচরণ করতে।
কেবলই বলে ইসলামের বাণি তাদের কানে পৌছে দিতে
আর মেনে চলতে সিদ্ধান্তের ব্যাপারে তারা স্বাধীন।
যে মানবে সে পাবে তার সুফল আর না মানবে তার কুফল।
ইসলামের বাণীতে কখন বলে না পরস্পর দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হতে
ইসলাম সহানুভূতি ও সহনশীলতার শান্তির ধর্ম তাই বলে অন্যায় অত্যাচার
হাত পা গুটিয়ে সহ্য করার আদেশ নেই প্রতিবাদ করার হুকুম আছে
সেটা না পারলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে অন্তরে ঘৃণা করতে হবে।