 
																
								
                                    
									
                                 
							
							 
                    নােয়াখালী কােম্পানীগঞ্জে ফের গুলিবৃদ্ধের ঘটনায় আহত হয়েছে ৮ জন। কােম্পানীগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডে মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারিরা মিছিল করেন, মিছিল চলা অবস্থায় কে বা কারা গুলি ছুড়েন।
এ সময় যারা আহত হন তারা হচ্ছে- পৌরসভা ৯নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হােসেন (৪৭) ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ জিসান (২৩) সামছুল হকের ছেলে মাে: সবুজ(৪০), আব্দুল লতিফ দুলালের ছেলে রুহুল আমিন সানি(৩০), চরকাঁকড়া ৩নং ওয়ার্ডে মাঈন ঊদ্দিন কাঞ্চন গুলিবিদ্ধ হন।
আহতবস্থায় তাদেরকে কােম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা পর দায়িত্বরত ডাক্তার আবু নাছের বলেন, যারা আহত হয়েছেন তাদের গায়ে ছিটাগুলি চিহ্ন, এই জন্য তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
ঘটনা নিয়ে মেয়র মির্জা নিজের ফেসবুক লাইভে এসে বাদল গ্রুপের উপর দােষ চাপিয়ে দেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার আল্টিমটাম দেন।
অন্যদিকে সেতুমন্ত্রীর ভাগিনা মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, আমাদের নেতাকর্মীরা যাঁর যাঁর অবস্থানে রয়েছে। কেননা আমরা এখনো নতুন করে কোন কর্মসূচি দেইনি।
পৌরসভা ৯নং ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে তাহা তাদের সাজানাে নাটক বলে অভিহিত করেন। কােম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি।
তিনি বলেন, পৌরসভা ৯নং ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে সেখানে অতিরিক্ত পুলিশ মােতায়েন করা হয়েছে, সঠিক তথ্য উদঘাটন করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।