 
																
								
                                    
									
                                 
							
							 
                    নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পরবর্তি সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা~সভা অনুষ্ঠিত হরয়ছে।
মঙ্গলবার (১ জুন) বিকেল ৪ ঘটিকায় রামপুর ইউনিয়নে প্রগতি ইনস্টিটিউট প্রাঙ্গনে ইউনিয়ন সভাপতি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ জামাল সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমি ভোট চোরের বিরুদ্ধে কথা বলেছি, অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, চাকুরি বাণিজ্যের বিরুদ্ধে কথা বলেছি, ভূমি দস্যুদের বিরুদ্ধে কথা বলেছি, চাকুরি বাণিজ্যের বিরুদ্ধে কথা বলেছি।
এটাই আমার অপরাধ, এই অপরাধেই আমাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্ররা মাঠে নেমেছে তারা।
তিনি আরো বলেন, কেউ যদি অতিতের ভূল ত্রুটি থেকে ফিরে এসে আমাদের সাথে একাত্বতা পোষণ করতে চায় দরজা খোলা রয়েছে তবে যোগ্যতা দিয়ে নেতা হতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসকান্দার হায়দার চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, নোয়াখালী জেলা ছাত্র লীগের সহ-সভাপতি তাশিক মির্জা, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী নেয়ামুল হক রঞ্জু রামপুর উপজেলা যুবলীগ সভাপতি সোহরাব হোসেন বাবর সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিপু প্রমূখ উপস্থিত ছিলে।