 
																
								
                                    
									
                                 
							
							 
                    যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নাধীন বাগুড়ীতে অবস্থিত ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এর ‘আমেনা খাতুন একাডেমিক ভবন” এর শুভ উদ্বোধণ ঘোষণা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপি। বুধবার(২৬ অক্টোবর) বিকালে ভবন উদ্বোধণ শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশাল এক সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডা.দীপু মনি।
এ সময় সেখানে বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি- শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান-বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জাতীয় বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ মশিউর রহমান স্যার এবং মাউসি খুলনা আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোঃ হারুন অর রশীদ সহ সরকারি উচ্চপদস্হ কর্মকর্তা বৃন্দ।
এ ছাড়াও শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-অধ্যক্ষ ইব্রাহীম খলিল, স্থানীয় পুলিশ অফিসারগণ, উপজেলাধীন ১১টি ইউনিয়নের সাবেক এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও মেম্বরগন সহ শার্শা উপজেলা আ.লীগের সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন গুলোর নেতা-কর্মীবৃন্দ।
এর আগে সকালের দিকে ডা.দীপু মনি ঢাকা থেকে যশোর এসে পৌছলে,সেখানে এক সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, আগামী ৬ নভেম্বর সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এসময় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির আন্দোলন কর্মসূচি পেছানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এবার সারা দেশে ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন এইচ এস সি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। দেশের ২ হাজার ৬৪৯টি পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে। এ উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।