 
																
								
                                    
									
                                 
							
							 
                    আছি তব চরণ আশায়
মা বাবার উছিলায়
আসিলাম এ ধরায়
দয়াল তোমার কৃপায়।।
জন্ম থেকে জ্বলছি
রবের দয়ায় চলছি
মনিবের কি করছি
অকৃতজ্ঞ থাকছি
ক্ষমা ছাড়া নাই উপায়।।
অগণিত পেলাম
নুন খেয়ে গেলাম
শোকর না করলাম
দৃষ্টি যেদিকে দিলাম
অফুরন্ত নিয়ামত রাখছেন স্রষ্টায়।।
যাব একদিন চলে
রবনা এ ভব দলে
তব পোড়ায় অনলে
দয়াল তব ছায়া তলে
রাখ আঁচলের ছায়ায়।।
হিংসার আগুনে জ্বলছি
অবিরাম নিপীড়িত হচিছ
তোমার পানে সদা চাচিছ
রহমতের মায়ায় এগোচিছ
আছি তব চরণ আশায়।।
লেখক, মোঃ মিজানুর রহমান, কবি সাহিত্যক ও সাংবাদিক।