 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিজের সন্তানসহ পর্দায় অভিনিত সন্তানকে নিয়ে ’মা’ ছবিটি দেখার ব্যবস্থা করে দিতে ছবিটির পরিচালকের কাছে অনুরোধ জানিয়েছেন পরীমনি। পরীমনি যখন ‘মা’ ছবির ছুটিংয়ের কাজ করছিলেন তখন তিনি গর্ভবতি ছিলেন। তার এমন কথায় সবাই নিশ্চিই চমকে যাবেন। খোদ এমনটাই ঘটেছে।
তার ফেসবুক পোষ্টে এমন কথাই জানিয়েছেন এই অভিনেত্রি। তিনি জানিয়েছেন একটি তার নিজের সন্তান অন্যটি হচ্ছে পর্দার সন্তান। মা সিনেমায় পরীমনির সন্তানের চরিত্রে যে শিশুটি ছিলো তার বয়স ছিলো ৭ মাস।
পরীমনি জানিয়েছেন মা হওয়ার আগেই এই শিশুটির ’মা’ হতে পেরে একটি অন্য রকম অনুভূতি আমি অনুভব করতে পেরেছি। তাই আমি শিশুটির মায়ার বাধঁনে নিজেকে জড়িয়েছি।