শিক্ষা মন্ত্রনালয় নিয়ন্ত্রিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনস্ত বাংলাদেশের প্রথম এবং একমাত্র ISO Certified পলিটেকনিক ইনস্টিটিউট। এটি ঢাকার মধ্যে অন্যতম সেরা একটি পলিটেকনিক ইনস্টিটিউট।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কম্পিউটার ইনস্টিটিউটের নাম বদলে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নামে পরিচালিত হচ্ছে । শুরুতে শুধু চার বছর মেয়াদী কম্পিউটার টেকনোলজি চালু থাকলেও সময়ের চাহিদা অনুযায়ী বর্তমানে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, সিভিল টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন মেকানিক্যাল ও আর্কিটেকচার ইলেকট্রনিক বিষয় পাঠদান অব্যাহত রয়েছে ।
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোর্স পরিচালনায় একটি প্রাণবন্ত ও আকর্ষণীয় শিক্ষা পদ্ধতি অনুসরণ করছে। আমরা দেখেছি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বা পদ্ধতি, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবেশসহ শিক্ষা সংশ্লিষ্ট কিন্তু সুবিবেচিত ও সুপরিকল্পিত নয় এমন অনেক কিছু একজন ছাত্রের সমগ্র শিক্ষাজীবনকে দুর্বিষহ জটিল আবর্তে ফেলে দেয়। শুধু তাই নয় অনেক সময় দেখা যায় শিক্ষার্থী কিছু শেখার আগ্রহটাই হারিয়ে ফেলে।
আর তখনই একজন ছাত্র বা ছাত্রী তার শিক্ষা জীবন থেকে অবধারিতভাবে ঝরে পড়ে। এই ঝরেপড়ার হারকে যথাসম্ভব সহনশীল মাত্রায় নিয়ে আসার জন্য আমরা আমাদের শ্রম আর মেধার সমন্বয়ে স্বপ্নময় সুচিন্তিত পরিকল্পনায় অগ্রসর হচ্ছি।
এ কারণেই আমরা একটি সাহসী স্বপ্নের জাল বুনতে পেরেছি বিসিআই থেকে পাশ করা প্রাগ্রসর একটি প্রজন্য যারা কাজে ও কর্মে, মন ও মননে ঈর্ষণীয় ভূমিকায় জরাজীর্ণতার সব অচলায়তন ভেঙ্গে আগামীতে একটি সুন্দর সমাজ গড়ে তুলবেই ।
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে সকল টেকনোলজিতে পরার সুজোগ আছে।
১. কম্পিউটার টেকনোলজি
২. ইলেকট্রিক্যাল টেকনোলজি
৩. টেক্সটাইল টেকনোলজি
৪. সিভিল টেকনোলজি
৫. আর্কিটেকচার টেকনোলজি
৬. মেকানিক্যাল টেকনোলজি
৭. টেলিকমিউনিকেশন টেকনোলজি
৮. ইলেকট্রনিক্স টেকনোলজি
৯. ফ্যাশন টেকনোলজি (গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং)
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তির যোগ্যতাঃ
যে কোন সালে যে কোন গ্রুপ হতে এস.এস.সি পাশ হতে হবে। এইচ.এস. সি উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর গনিত থাকতে হবে ) ছাত্র ছাত্রীদের সরাসরি ৩য় সেমিস্টারে ও এইচ.এস .সি উত্তীর্ণ (ভোকেশোনাল বিজ্ঞান) ছাত্র ছাত্রীদের সরাসরি ৪র্থ সেমিস্টারে ভর্তির সুযোগ।
কেন বিসিআই ই সেরা?
শিক্ষা মন্ত্রনালয় নিয়ন্ত্রিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনস্ত বাংলাদেশের প্রথম এবং একমাত্র ISO Certified পলিটেকনিক ইনস্টিটিউট। বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকার মধ্যে একটি সেরা পলিটেকনিক ইনস্টিটীউট।
কেন ভর্তি হবে বিসিআই তে ?
১. শিক্ষা মন্ত্রনালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব ব্যাংক এর মুল্যায়নে পর পর ৩ বার ১ম স্থান অধিকারী ।
২. বিষয় ভিত্তিক শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরী
৩. অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী ।
৪. মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ক্লাস পরিচালনা
৫. পর্যাপ্ত সংখ্যক ল্যাব থাকায় সর্বোচ্চ ব্যবহারিক ক্লাসের নিশ্চয়তা প্রদান ।
৬. ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ব্যবস্থা।
৭. সি সি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ
৮. মেধাবী ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড়।
৯. চাকুরি প্রাপ্তির ব্যাপারে নিজস্ব জব প্লেসমেন্ট সেল দ্বারা যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ মানের চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা ।
১০. প্রতিষ্ঠিত ১৯৯৫ (সাফল্যের ২৮ বছর)।
১১. সান্ধ্যকালীন ব্যাচে ভর্তির সুযোগ।
১২. যে কোন বয়সের এস এস সি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রসমূহঃ
সকল সরকারী প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ এবং পদোন্নতির সুযোগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের মুল চালিকা শক্তি বিধায় মিল কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। এ ছারাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।
SSC / HSC পাশের পর শিক্ষা জীবনে তুলনামূলক কম সময়ে জীবনবান্ধব শিক্ষা পদ্ধতি অনুসরণে কোর্স সমাপ্তি আর কোর্স শেষে চাকরির নিশ্চয়তা পেতে চাও? তাহলে উজ্জল আলোকছটায় আলোকিত করে তুলতে আজই শিক্ষা মন্ত্রনালয় নিয়ন্ত্রিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনস্ত বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এ ৪ বৎসর মেয়াদী (৮ সেমিস্টার) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে
ভর্তির জন্য যোগাযোগ করুনঃ
ঠিকানাঃ ১/২ আসাদ এভিনিউ (সোনার বাংলা পেট্রোল পাম্পের উত্তর পাশে) , আসাদগেট ঢাকা ১২০৭।
https://goo.gl/maps/
ফোনঃ ০৯৬৩৮-০৯৫০৯৫ (অফিস আইপি ফোন),
মোবাইলঃ ০১৬৮৬-২৯৫৫১০, ০১৭৪৩-৪৪৫৪৫৮, ০১৭৫৩-১৩৬৭৬১, ০১৮১৯-২৩১৬৭৭, ০১৯৬৯-৬২০০০৪
Facebook:https://www.facebook.
Youtube:https://www.youtube.
Instagram:https://www.