 
																
								
                                    
									
                                 
							
							 
                    আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমন ও প্রাদুর্ভাব মোকাবেলায় সৃষ্ট পরিস্তিতিতে সমাজে খেটে খাওয়া অসহায় দরিদ্র, কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্য দ্রব্য বিতরণ করেছে।
সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের জ্যাষ্ঠ পুত্র জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ আবু রায়হান উজ্জল প্রধান।
আজ রবিবার সকালে জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সস্মপাদক আবু রায়হান উজ্জল প্রধান কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরন করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন , তারেক রহমানের নির্দেশে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই ত্রান সামগ্রী বিতরন করছেন। চলমান এই সংকটে জেলার পাঁচ উপজেলাতেই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।