 
																
								
                                    
									
                                 
							
							 
                    সাইফুল ইসলাম খান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের যুব সমাজের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা মেম্বারের নেতৃত্বে,
বাড়ি মজলিস, বাড়ি চিনিস ছোট সাদিপুর, বন্ধেরা গ্রামের চলাচলরত রাস্তা ও বাড়ির আঙ্গিনা অলি গলিতে জীবাণুনাশক করতে সেগুলোতে স্প্রে করেছেন, বাড়ি মজলিশের যুব সমাজ রকিবুল হাসান, মামুন রশিদ পাপ্পু,
শামীম আহমেদ, শরিফ, কামরুল ইসলাম, সুজন কামাল, উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, সাবিনা মেম্বার।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে উপজেলার বাড়ি মজলিস বাড়ি চিনিস সাদিপুর এলাকায়সহ বিভিন্ন এলাকায় রাস্তায় অবস্থান করে অলিগলি বাড়ির আঙ্গিনায় এই জীবাণুনাশক স্প্রে করেন।
জীবাণুনাশক স্প্রেতে ব্যবহার করা হয়েছে ২০ লিটার পানির সঙ্গে পরিমাণ মতো ব্লিচিং পাউডার লিকুইড স্যাভলন। এটি জীবাণুনাশ করতে যা খুবই উপকারী।
সাবিনা মেম্বার বলেন, যতদিন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ শেষ না হবে ততদিন পর্যন্ত জীবাণুনাশক স্প্রে অব্যাহত থাকবে। তিনি আরো বলেন সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।
তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার সাইদুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও স্থানীয় সুশীল সমাজ।