নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক বিএনপি কর্মীকে গুলি করার পর গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কবির হোসেন ওরফে ছাল্লী কবির (৪২)। বাড়ির পাশের মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাঁকে হত্যা করা হয়। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা কয়েকজন মুখোশধারী ব্যক্তি কবির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে কবির সড়কের ওপর পড়ে যান। এরপর মুখোশধারী ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে কবির হোসেনকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে ওই অটোরিকশায় করে মুখোশধারী ওই সন্ত্রাসীরা পালিয়ে গেছেন। এলাকাবাসী জানান, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় মুসল্লিদের অনেকেই এ ঘটনা দেখেও প্রতিরোধ করার সাহস পাননি। তবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের এক নেতার সঙ্গে জায়গা ও দোকান নিয়ে বিরোধ ছিল কবিরের। এ ঘটনার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।