 
																
								
                                    
									
                                 
							
							 
                    টুইনসফ্ট টেকনোলজি বর্তমানে ফেনী জেলার একটি সমৃদ্ধ আইটি প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। এই প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং রিলেটেড সব ধরনের কাজ শেখানো হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করা হয়। টুইনসফ্ট টেকনোলজি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান।
২০০৯ সাল থেকে আইটি ও ফ্রিল্যান্সিং খাতে ভূমিকা রাখার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। টুইনসফ্ট টেকনোলজির পরিচালক মোঃ ইব্রাহিম সুমন জানিয়েছেন, “সঠিক প্রশিক্ষন আর দক্ষ মেন্টরদের তত্ত্বাবধানেই ফ্রি ইন্টার্নশিপের মাধ্যমে টুইনসফ্টের শিক্ষার্থীরা হয়ে উঠছেন আন্তর্জাতিক মানের দক্ষ গ্রাফিক ডিজাইনার ও ফ্রিল্যান্সার।
প্রশিক্ষণের পাশাপাশি টুইনসফ্টের শিক্ষার্থীরা পেয়ে থাকেন ইন্টার্নশিপ এর মাধ্যমে টুইনসফ্টের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ। ফলে আমাদের শিক্ষার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি হয়ে উঠেন প্রফেশনাল,এক্সপার্ট ও দক্ষ ফ্রিল্যান্সার।”
এছাড়া তিনি আরো জানিয়েছেন, টুইন্সফট টেকনোলজির সাথে কাজ করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীরা এর পাশাপাশি আইটি ইন্ডাস্ট্রি,কর্পোরেট সংস্কৃতি ও কর্পোরেট পরিবেশের অভিজ্ঞতা পাবেন এখানে।”
টুইনসফ্ট টেকনোলজিতে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও নেটওয়ার্ক মার্কেটিং সহ যাবতীয় কাজ শেখানো হয়। এছাড়া আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপ ওয়ার্ক ও লোকাল মার্কেটপ্লেস সম্বন্ধে যথাযথ ধারণা দেয়া হয়।
টুইনসফ্ট টেকনোলজির পরিচালক ইব্রাহিম সুমন আরো জানিয়েছেন, “টুইনসফ্ট টেকনোলজি গত কিছুদিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান উপদেষ্টার কার্যালয় NSDA কতৃক অনুমোদিত হয়েছে। ফলে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেটের পাশাপাশি NSDA সার্টিফিকেট ও অর্জন করতে পারবে।
এছাড়া তিনি আরো জানিয়েছেন, NSDA মনোনীত অ্যাসেসর গন অ্যাসেসমেন্ট পরিচালনা করবেন। প্রশিক্ষনার্থীগন সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন এবং পরবর্তী ১ মাসের মধ্যে NSDA এর ওয়েবসাইটে সরকারী সার্টিফিকেট দেখা যাবে। প্রার্থীদের য্যোগ্যতা অবশ্যই এসএসসি পাস হতে হবে।”
টুইনসফ্ট টেকনোলজি ফেনী শহরের প্রাণকেন্দ্র এসহাক প্লাজা, জহিরিয়া মসজিদের পূর্ব পাশে ডাক্তার পাড়া মোড়ে অবস্থিত।