 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশের মিডিয়া তালিকাভুক্ত দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ১০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার উত্তরায় মমতাজ মহলে জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠান পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু।
আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বি এনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।
উক্ত অনুষ্ঠানে প্রধান সম্পাদকসহ সকল কলাকুশলী প্রতিনিধিগণ ও দেশের প্রথম সাড়ির গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। বিগত দিনে বিভিন্নভাবে এই পত্রিকা সত্য প্রকাশ করায় হয়রানি সহ বিভিন্ন মামলায় হয়রানির স্বীকার হন পত্রিকাটির সম্পাদক মোঃ মোখলেসুর রহমান মাসুম।
তিনি সাংবাদিকদের উদ্দশ্য করে বলেন, আপনারা যারা সাংবাদিক আছেন সবসময় সত্য প্রকাশ করবেন, সত্য ঘটনা তুলে এনে দেশের সাধারণ মানুষকে জানাবেন। সত্যের জয় চিরদিনই হয়। তাই আসুন সত্য লিখি, সত্য অনুসন্ধান করি। সত্য ও সঠিক তথ্য প্রকাশে সবাই মিলে একসাথে কাজ করি।
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আধুনিক এই বিজ্ঞানের যুগে গণমাধ্যম একটি গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই আপনার তৈরি একটি সংবাদই অনেক কিছুর পরিবর্তন ঘটাতে পারে। তাই আপনার তৈরি সংবাদটির যেমন গ্রহন যোগ্যতা থাকতে হবে, ঠিক তেমনি সত্যতা ও থাকতে হবে। আপনাকে ভাবতে হবে আপনি নিজেই একটি বাংলাদেশ।
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে পরিশেষে গুণীজন সম্মাননার মাধ্যমে সম্পাদক মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।