মোঃ আবু না্ঈম, মালায়শিয়া প্রতিনিধিঃ মালায়শিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দীন ইয়াসীন আজ এক সংবাদসম্মেলনে এসব কথা জানান।মালয়শিয়ায় লকডাউন মার্চ মাস থেকেচলতেছে এনিয়ে দুবার বাড়ানো হয়েছে সাধারণ ছুটি।
তাছাড়া মালয়শিয়ার করোনার সর্বশেষ আপডেটঃ ১০ই এপ্রিল ২০২০ মালয়েশিয়াতে নতুন করে আরোও ১১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মালয়েশিয়ায় সর্বমোট ৪৩৪৬ জন আক্রান্ত এবং গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন মোট মৃতের সংখ্যা ৭০ জন। সুস্থ হয়েছেন মোট ১৮৩০ জন।
তাছাড়া গতকালের এক রিপোর্টে জানাগেছে এই প্রথম বারোজন বাংলাদেশী প্রবাসীও আক্রান্ত হয়েছে। এতে বাংলাদেশী প্রবাসীরা খুব দুশ্চিন্তায় রয়েছে।
কাজ না থাকার পাশাপাশি বেতন নিয়ে আছে চরম সংকটে। খাদ্য সংকট সহ নানান সমস্যায় ভোগছে বাংলাদেশী প্রবাসীরা।