 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার মৌলভীবাজার সফরের অংশ হিসেবে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে তিনি জেলার অন্যতম পাঁচতারকা হোটেল দুসাই রিসোর্টে পৌঁছালে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমদ তাকে ফুলের শুভেচ্ছা ও শুভ কামনা জানান।
প্রধান বিচারপতির এ সফর ঘিরে মৌলভীবাজারে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। সফরের অংশ হিসেবে শনিবার তিনি দুসাই রিসোর্টে অনুষ্ঠিতব্য ‘Judicial Independence and Efficiency’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এ সেমিনারে বিচার বিভাগের কার্যকারিতা ও স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়াও, শনিবার বিকেলে প্রধান বিচারপতি মৌলভীবাজার শহরের পূর্ব ধরকাপন এলাকায় ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনের বাসভবনে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।
সফরের শেষ দিন রবিরার, প্রধান বিচারপতি সিলেট জেলার গুরুত্বপূর্ণ আদালত পরিদর্শন করবেন। তার নির্ধারিত কর্মসূচিতে জেলা ও মহানগর আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান বিচারপতির এ সফরকে ঘিরে জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।