স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন করার লক্ষ্যে ও শান্তি সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী উপজেলায় পিস ফ্যাসিলিটেটর(পিএফজি) গ্রুপের সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৮শে জানুয়ারি উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে উক্ত সভা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা কমিটির সভাপতি আবু ইউসুফ বকুল। এছাড়া উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন পিএফজি,র উপজেলা কো-অর্ডিনেটর ও ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাসির।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম। এছাড়া আরো বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির নুরুন্নবী, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির, সাধারণ সম্পাদক রাজু ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সহ প্রমুখ।
উক্ত সভায় আগামী মাসে বুনিয়াদি প্রশিক্ষণের তারিখ নির্ধারণের পাশাপাশি অন্ত ধর্মীয় সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেজন্য ৫ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।
এছাড়া দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ চ্যাপ্টারের পিস বিল্ডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ফুলগাজী উপজেলায় সকল বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে একটি বহুদলীয় প্ল্যাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) যথাযথ কাজ করছে।