ফেনীর পরশুরাম উপজেলার ১ নং মির্জানগর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি সোমবার বিকেলে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজারের পশ্চিম পাশে অস্থায়ী মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শামিমুল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ও বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি, ফেনী জেলা কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহেদ আমান চৌধুরী, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদার ও যুগ্ন আহবায়ক রাজন ভূঁইয়া।
মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার এর সার্বিক পরিচালনায় ১৬ টি দলের অংশগ্রহণে সব কয়টি দলকে হারিয়ে সোমবার অনুষ্ঠিত সমাপনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুইটি দল। এই দুইটি দলের নাম যথাক্রমে সত্য নগর একাদশ বনাম আশরাফপুর ইয়ংস্টার ক্লাব। ফাইনাল খেলায় আশরাফপুর ইয়ংস্টার ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে সত্যনগর একাদশ।
মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মনির হোসেন মিন্টু ও পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খন্দকার সাইফুল ইসলামের সঞ্চালনায় চ্যাম্পিয়ন দল সত্যনগর একাদশকে ২৫ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়েছে ও চ্যাম্পিয়ন ট্রফি। এছাড়া রানার্সআপ দলকে দেয়া হয়েছে ১৫ হাজার টাকা প্রাইজ মানি। রানার্সআপ দল কে ট্রফি তুলে দিয়েছেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা রফিকুল আলম মজনু।
এছাড়া উক্ত টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ হিসেবে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেছেন টিটু ও ফাইনালে ম্যান অব দ্যা ম্যান ক্রেস্ট গ্রহণ করেছেন নাহিদ।