ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত এডহক কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংস্থার সংগঠকরা। গতকাল সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে ট্রাঙ্ক রোড, কলেজ রোড, বড় বাজার ও শহীদুল্লাহ কায়সার রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি চলমান ছিল।
এতে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে সহ বিভিন্ন বিভাগের বর্তমান সব খেলোয়ার, কোচ, রেফারি ও অন্যান্য সংগঠকরা অংশ নিয়েছে। আজ ফেনী ভাষা শহীদ সালামি স্টেডিয়ামের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ইমন হক, আবুল কালাম পাটোয়ারী, ক্রিকেট এসোসিয়েশন এর সদস্য আসাদুজ্জামান, রেফারি সেক্রেটারি তৌহিদুল ইসলাম তুহিন, ইয়াং ফ্রেন্ড ক্লাবের সভাপতি মোঃ শাহরিয়ার ও জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আবু জাহিদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে গত বৃহস্পতিবার ৩০ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে পদাধিকার বলে জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। একটি সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি জেলা প্রশাসক মাহমুদ সাইফুল ইসলাম জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এডহক কমিটি অনুমোদনের জন্য একটি তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। কিন্তু সেই কমিটি ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে এমন লোকদের দিয়ে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছিল।
এই কমিটি বাতিলের দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে ফেনী শহরের ট্রাংক রোড ও শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফেনীর খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। পরে জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি জমা দেয়া হয়েছিল।