ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ফেব্রুয়ারি বুধবার ইউনিভার্সিটি প্রাঙ্গনে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এতে লং জাম্প, হাই জাম্প, সাইকেল রেইস, মিউজিক্যাল চেয়ার, লুডু ও হাড়িভাঙ্গা সহ নানা ইভেন্টের আয়োজনে অংশগ্রহণ করেছে ইউনিভার্সিটি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. এম জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যমে নয়। এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপাদানও বটে।
পড়াশুনা করে শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কারণ এটি আমাদের শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে। ফেনী ইউনিভার্সিটি শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমেও যথেষ্ট এগিয়ে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন অর রশিদ, ডেপুটি রেজিস্টার শাহ আলম, প্রক্টর মোহাম্মদ আয়াতুল্লাহ, রিসার্চ সেলের সহকারী পরিচালক হাসান আহমেদ ও ছাত্র উপদেষ্টা ডক্টর আব্দুল্লাহ ইউনুস সহ ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক-শিক্ষিকা ও অনন্য কর্মকর্তা কর্মচারীরা।