ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজগ্রামে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল গোলাপ মজুমদার ও ফুলগাজী উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিন চৌধুরী।
এছাড়া বিএনপি নেতা বেলাল হোসেন ভূঁইয়া ও উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম শামিমসহ অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রাতের আলোয় দর্শকদের উপস্থিতি ও আনন্দ উপভোগ ছিল দেখার মত।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপ বলেন, মাদকাসক্ত থেকে যুব সমাজকে দূরে রাখতে এরকম খেলাধুলার আয়োজন সবসময় করা উচিত। এছাড়া তিনি আরো বলেন, যারা সন্ত্রাস করে জনপদের শান্তি বিনষ্ট করে তাদেরকে অবশ্যই যথাযথ শাস্তির মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ করা অপরাধ নয়,তবে তাদের সন্ত্রাসীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।