ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজগ্রাম স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বরকত উল্লাহ ক্রীড়া সংঘ। রানার্সআপ হয়েছে পূর্ব রুইতিয়া প্রবাসী বন্ধু।
উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানে ক্লাবের দায়িত্বশীল মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ আজাদ, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুকুল চৌধুরী বাবু ও ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ফাইনাল অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি ২০ হাজার টাকা তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুল গাজী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ। এছাড়া রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও দশ হাজার টাকা প্রাইজমানি তুলে দিয়েছেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ফারুক আহমেদ আজাদ।