আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরশুরাম থানার ওসি মোঃ নুরুল হাকিম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কামাল উদ্দিন, পরশুরাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন মজুমদার, পরশুরাম প্রেসক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের মিনার, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল ও অনন্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। চিত্রাঙ্গন প্রতিযোগিতায় পরশুরাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।