ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধর্মপুর এডুকেশনাল এস্টেটের হীরকজয়ন্তী অনুষ্ঠান জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে ধর্মপুর এডুকেশনাল এস্টেট প্রাঙ্গনে হীরক জয়ন্তী অনুষ্ঠান আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ও ফলক উন্মোচন করে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
হীরক জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি দিদারুল আলম কোহিনুর এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আহসান উল্লাহ ভূঁইয়া। বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক সংসদ সদস্য আলিম উল্যাহ, বর্তমান প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, প্রাক্তন শিক্ষিকা লুৎফা খানম, এডভোকেট রবিউল হক, আমজাদহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম মজুমদার ও অনুষ্ঠানের মোঃ সুরুজ্জামান সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও উক্ত অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিদ্যালয় এর ইতিহাস, ঐতিহ্য ও সফলতার স্মৃতিচারণ নিয়ে প্রকাশিত বর্ণিল স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। একই সাথে সাবেক শিক্ষার্থী পরিষদের ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মনোজ সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে বিকেলে।