ফেনীর পরশুরাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের অবস্থিত দাতব্য সংস্থা “সাউথ কোলাপাড়া স্পোর্টিং ক্লাব” এর উদ্যোগে গরীব দুঃখী ও অসহায় ৩০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে সংস্থাটি। আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিলেন পরশুরামের ছাত্রদল নেতা মিসফাকুস সামাদ রনি।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, পরশুরাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার সামগ্রী বিতরণ এর সময় প্রতিটি প্যাকেটে রয়েছে তেল, পিয়াজ, রসুন, ছোলা, বুট, খেজুর, মুড়ি, পানীয় ট্যাংক ও বুটের ডাল সহ অন্যান্য নিত্যপণ্য সামগ্রী।