গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াল হামলায় যখন প্রতিদিন শত শত নিষ্পাপ শিশু ও মা রক্তাক্ত হয়ে পড়ছে, মানবতার লাশ যখন বিবেকের শ্মশানে পড়ে আছে—ঠিক তখনই মৌলভীবাজারে গর্জে উঠলো সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর।গতকাল বৃহসপতিবার খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার ডাকে জেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হলো এক অভূতপূর্ব বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল, যেখানে হাজারো মানুষের হৃদয় থেকে বেরিয়ে এলো ক্ষোভ আর কান্না।
সভায় সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, এবং সঞ্চালনা করেন হাফিজ মাওলানা হাসান আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল বলেন,
“ইসরাইল এখন শুধুই একটি রাষ্ট্র নয়—এটি দুনিয়ার নির্লজ্জতম সন্ত্রাসী গোষ্ঠী। মুসলমানদের রক্তপিপাসু ঘাতক। আজ যদি আমরা চুপ থাকি, কাল এই আগুন আমাদের ঘরেও ছড়িয়ে পড়বে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম বলেন,
“প্রতিটি মুসলমানকে এখনই জেগে উঠতে হবে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি ঈমানের লড়াই। আমাদের দোয়ায়, বয়কটে, কলমে, কণ্ঠে—সবখানেই হতে হবে প্রতিরোধের চিত্র।”
বক্তারা ইসরাইলি সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন,
“যে দোকানে ইসরাইলি পণ্য থাকবে, সেটি যেন ঘৃণার প্রতীক হয়। তবে আমরা সহিংসতা নয়, সচেতনতার মাধ্যমেই প্রতিরোধ চাই। ইসলামের শিক্ষা কখনোই অরাজকতাকে প্রশ্রয় দেয় না।”
বিক্ষোভ শেষে এক দীর্ঘ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লাল সালাম ও তাকবির ধ্বনিতে প্রকম্পিত হয় মৌলভীবাজার শহর। সমাবেশ শেষে খেলাফত মজলিস জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিটি সচেতন মানুষকে জানানো হয় আন্তরিক মোবারকবাদ।