চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা ডা. জাকির নায়েকের। তবে তার এই আগমনকে ভালো চোখে দেখছে না ভারত। এ নিয়ে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে বার্তাও দিয়েছিল। এবার জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সবকিছু ঠিকঠাক থাকলে জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে ভারত মোটেও খুশি নয়। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
যার ফলে তিনি ঢাকায় এলে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়—এমন প্রত্যাশা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিল মন্ত্রণালয়টি।
তার ঢাকায় আসা প্রসঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি প্রতিনিধি দল সম্প্রতি ধর্ম উপদেষ্টার সঙ্গে দেখা করে। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি তার এখতিয়ারে নেই।
আ ফ ম খালিদ হোসেন বলেন, জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি দল আমাদের সঙ্গে দেখা করেছেন। আমি তাদের বলেছি, এটা আমার বিষয় নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন তিনি এ বিষয়ে অবহিত নন। বিদেশি কোনো অতিথি দেশে এলে বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। তারাই সিদ্ধান্ত নেবেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমার সম্মতি বা অসম্মতি বড় কথা নয়। কোনো অতিথি বাংলাদেশে আসবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যদি অনুমতি দেন, তাহলে তিনি আসবেন।
এর আগে গত ৩০ অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।
বিশিষ্ট এই ইসলামি স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, ভারতের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।