দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের বড়বাজার শাহী মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা খেলাফত আন্দোলনের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে বারহাট্টা রোডের জামিয়া ইসলাম উলুম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বক্তারা সাম্প্রতিক সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য আইনের শাসন নিশ্চিত করা জরুরি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী, ইসলাম ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মুস্তাফা জেহাদীসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা।