আবুবকর সিদ্দিক. জয়পুরহাট প্রতিনিধি: পুলিশ ও র্যাব জানায়, আক্কেলপুর পৌর এলাকার হাসতাবসন্তপুর আশ্রয়ন প্রকল্পে পুকুর সংস্কারে কাজের বিনিমিয়ে খাদ্য (গম) দেওয়ার কথা ছিল। কিন্ত সংশ্লিষ্ট কমিটি বেশী লাভের আশায় তা অমান্য করে শ্রমিক না লাগিয়ে ডেকু মেশিন দিয়ে মাটি কেটে কাজ না শেষ করেই খাদ্য গুদাম থেকে গমগুলো অন্যত্র বিক্রি করে। শুক্রবার জুমআর নামাজের সময় খাদ্য গুদাম থেকে গোপনে ৩টি ট্রাকে ৫০ টন গম লোড সম্পন্ন করে।
সুযোগ বুঝে বিকেলের দিকে ট্রাক গুলো নিয়ে যাওয়ার সময় সময় পুলিশ ও র্যাব সদস্যরা গমগুলো জব্দ করে। এসময় ট্রাক ফেলে ড্রাইভার হেলপার গমের মালিক ও খাদ্য গুদামের লোকজন পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্টটদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ভাবে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।