কুমিল্লা জেলার, চৌদ্দগ্রামে থানা, বাতিসা ইউনিয়ন এর বসন্তপুর গ্রামে আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত “আমাদের বসন্তপুর” গ্রুপের এর পক্ষ থেকে করোনা মহামারিতে অসহায় মধ্যেবিত্ত, কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। যা অর্থায়ন করেছেন প্রবাসী ও সমাজসেবকবৃন্দ।
পবিত্র মাহে রমজান ও করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১১৭টি অসহায় ও দিনমজুর ও মধ্যবিত্তদের মাঝে।
আমাদের উপহার সামগ্রীর তালিকা সমূহঃ
০১. চাল – ০৫ কেজি
০২. আলু – ০৫ কেজি
০৩. তেল – ০২ লিটার
০৪. মসুরের ডাল – ০১ কেজি
০৫. পেঁয়াজ – ০২ কেজি
০৬. আটা – ০১ কেজি
০৭. ছোলা – ০২ কেজি
০৮. বুটের ডাল – ০২ কেজি
০৯. মুড়ি – ০১ কেজি
১০. চিনি – ০১ কেজি
১১. খেজুর -৪০০ গ্রাম
এসব উপহার তাদের বাড়ির পৌঁছে দেওয়া হয়।
মানুষ মানুষের জন্য।
তাই সব সময় মানুষ মানুষের পাশে থাকবে এই প্রত্যাশা করি।
বার্তা পাঠিয়েছেঃ রাহুল ভূইয়া