অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত, স্বৈরাচার উপাধীতে ভূষিত লাখো মায়ের সন্তানের রক্তে রঞ্জীত যার হাত সেই শেখ হাসিনা ক্ষমতার জোরে জিয়াউর রহমানের ইতিহাস মুছে দিয়ে চেয়েছিল। জিয়ার সব মনুমেন্ট নষ্ট করে দিতে চেয়েছিল। কিন্তু মানুষের মন থেকে তা মুছে ফেলতে পারেনি- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর এফডিসির সামনে জাসাস আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছিল তাদের জায়গা হয়েছিল কারাগারে। এই জাতি অঢেল রক্ত দিয়েছে। ফেসবুক পোস্টের জন্য আবরারকে জীবন দিতে হয়েছিল। দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ আবরার। এই দেশের মাটিতেই আবু সাঈদ-মুগ্ধর জন্ম হয়। এ সময় দেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।