মোঃ শফিকুল ইসলাম, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে করোনাভাইরাসের আতঙ্কে ছেলেকে ঘরে রেখে পালালেন তার পরিবার
বুধবার রাতে উপজেলার রামচন্দ্রপুরের রুস্তুম হাওলাদারের ছেলে মামুন হাওলাদার বয়স(৩০) ঢাকার নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, অ্যাম্বুলেন্সে করে নারায়ণগঞ্জ থেকে তার মামার বাড়ি আসার পরে তার মা-বাবা ও পরিবারের লোকজন ভয়ে বাড়ি ছেড়ে পালায়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি সবাই জানাজানি হলে ইন্দুরকানী থানার মাধ্যমে মামুনকে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পরে আমরা খোঁজ-খবর নিয়েছি। তিনি সুস্থ্ আছেন, তাকে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছি।