নিজস্ব প্রতিবেদক, মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক স্বাধীন বার্তা, পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজ , তিনি জানিয়েছেন রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের।
ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ গঠনের জন্য একযোগে কাজ করা।

সাংবাদিক মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধি দৈনিক স্বাধীন বার্তা
এছাড়া তিনি আরও বলেন, মহামারী করোনা যুদ্ধে মাঠ পর্যায়ে যারা কাজ করেছেন ডাক্তার, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ও গনমাধ্যমকর্মী সকল ভাইদের জানাই শুভেচ্ছা ও অবিরাম ভালবাসা।
যে যেখানেই আছি নিজ নিজ অবস্থান থেকেই ঈদুল ফিতর উদযাপন করি এবং স্রষ্টার প্রার্থনায় থাকি। ঘরে থাকুন সুস্থ থাকুন। (ঈদ মোবারক)