মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন“শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার(৭নভেম্বর) সকালে মোংলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস–২০ পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নয়ন কুমার রাজবংশী‘র সভাপতিত্বে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,ভাইস–চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,মহিলা ভাইস–চেয়ারম্যান মিসেস কামরুননাহার নাহার হাই।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়,মোংলা অগ্রণী কো–অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সভাপতি পীযুষ কান্তি মজুমদার প্রমুখ।