কুড়িগ্রাম থেকে মোঃ রফিকুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা যুবক আশরাফুল আলম রাজু বিসিক শিল্প নগরী থেকে মৌ-চাষের উপর প্রশিক্ষন পরবর্তী সামান্য ৫০ হাজার টাকা ঋন নিয়ে নিজের কর্ম সংস্থান গড়ে তুলেছেন। ইএসডিপি উদ্যোক্তা হিসেবে যুবক আশরাফুল আলম রাজু তার পরিশ্রমের মাধ্যমে স্বল্প সময়ে নিজের ভাগ্যের পরিবর্তন এনেছেন।
সে এখন কুড়িগ্রাম জেলায় সফল মৌ-চাষী হিসেবে প্রতিষ্ঠিত। এলাকায় গড়ে তুলেছেন রাজু মৌ খামার। বিএসটিআই, বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানসম্মত মধু প্রস্তুতকারক ও বাজারজাতকারী হিসেবে অনুমোদন পেয়েছেন।
রাজু মৌ-খামারের উৎপাদিত মধু জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত হচ্ছে। জেলা ও আঞ্চলিক পর্যায়ে আশরাফুল আলম রাজু ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে অগণিত সম্মাননা লাভ করেছে। এলাকায় নিজের কর্মসংস্থান গড়ে তুলে অন্য যুবকদের স্বপ্ন দেখাচ্ছে সে। সরকারি ভাবে বড় ধরনের কোন ঋন সহায়তা পেলে বৃহৎ আকারে প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যাশা ইএসডিপি উদ্যোক্তা যুবক আশরাফুল আলম রাজুর।
করোনা জনিত কারনে বর্তমানে রাজু মৌ-খামারের সংগৃহিত মধু বাজারজাত করনে একটু সমস্য হচ্ছে। সরকারি ভাবে বৃহৎ ঋন সুবিধা দিলে প্রতিষ্ঠানটি ঘুরে দাড়াবে। এব্যাপারে মৌ-চাষী আশরাফুল আলম রাজু জানায়- বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প কর্পোরেশন কুড়িগ্রামে ঋনের জন্য আবেদন করা হয়েছে। দ্রæত ঋন সুবিধা দিলে আমাদের পক্ষে উন্নয়ন কাজ সম্ভব হবে।