মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন থেতরাই ইউনিয়নে গত ৩ সপ্তাহের ব্যবধানে রাক্ষুসী তিস্তা নদীর অব্যাহত নদী ভাঙ্গনে সাড়ে ৬’শতাধিক বসতবাড়ীসহ প্রায় ১৫০ একর আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
নদী ভাঙ্গন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোন ধরনের ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেয়নি স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিন নদী ভাঙ্গনে নিঃস্ব হওয়া হতদরিদ্র মানুষ গুলি তাদের বেঁচে থাকার সাহস ও স্বপ্ন হারিয়ে ফেলছে। স্থানীয় ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। থেতরাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল শেখ দ্রæত নদী ভাঙ্গন রোধে সরকারি সহযোগিতা দেয়ার দাবী করেছেন।