 
																
								
                                    
									
                                 
							
							 
                    
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণ করতে আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন।
আজ জাতীয় প্রেসক্লাবের আঃ সালাম মিলনায়তনে এই আল্টিমেটাম দেয় মায়ের কান্না সংগঠনটি ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিয়াউর রহমানের শাসন আমলে বিমান বাহিনীর কারাদণ্ডপ্রাপ্ত, চাকরিচ্যুত এবং ফাঁসি দেওয়া পরিবারের সদস্যরা ।
সংগঠনের নেতারা একপর্যায়ে বলেন যদি আগামী ৩০ নভেম্বরের মধ্যে তার কবর অপসারণ না করে তাহলে তারা নিজেরাই প্রাথমিক কাজ শুরু করবে আগামী ১ ডিসেম্বর বলে হুশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সার্জেন
আবুল বাশারের মেয়ে বিলকিস
এ সময় সংগঠনটি ৫ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো…
১. ফাঁসি হওয়া সদস্যদের কোথায় সমাহিত করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে সেই স্থান চিহ্নিত করে দিতে হবে।
২. অন্যায়ভাবে ফাঁসি হওয়া সদস্যদের নামের তালিকা প্রকাশ করা এবং শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৩. নিহত সদস্যদের স্ব-স্ব পদে সর্বোচ্চ র্যাংকে পদোন্নতি দেখিয়ে বর্তমান স্কেলে বেতন-ভাতা, পেনশনসহ পরিবারের সদস্যদের পুনর্বাসন ও সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
৪. জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে।
৫. জিয়াউর রহমানের কবর জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণ করতে হবে। অন্যথায়, আগামী ১ ডিসেম্বর মায়ের কান্না সংগঠনের সদস্যরা কবর অপসারণের প্রাথমিক কাজ শুরু করবে।