ফুয়াদ হাসান, পরশুরাম, ফেণী, প্রতিনিধিঃ গতকাল হঠাৎ করে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (স) এর বিরুদ্ধে খুব খারাপ মন্তব্য করেছে পিকলু নামের এক যুবক।মহানবী হযরত মোহাম্মদ (স)কে কটুক্তি করে এই যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (স) কে নিয়ে বাজে মন্তব্য করায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গতকাল রাতে পিকলুকে গ্রেফতার করার জন্য ফেণীতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল রাত ৮ টায় ফেণীর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতার করার পর ফেণী মডেল থানার ওসি মো আলমগীর হোসেন জানান,পিকলুর বিচার কঠোরভাবে হবে।তাকে কোনভাবে ছাড় দেয়া হবে না। কঠোর শাস্তির মাধ্যমে পিকলুর বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।অত্যেন্ত সৎ ও নিষ্ঠার সাথে পিকলুর বিচার করা হবে।