মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের যতিনেরহাট সরা এলাকায় অসত্য মানহানিকর লিফলেট রাতের আধাঁরে লাগিয়ে একটি অসহায় হিন্দু পরিবারের চরিত্র হননের অভিযোগ উঠেছে। ওই পরিবারের লোকজন এখন সামাজিক ভাবে এলাকায় চলাফেরা করতে পারছে না।
অভিযোগ সুত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের যতিনেরহাট সরা এলাকায় অসহায় কাঠমিস্ত্রি শ্রী বিদ্যুৎ চন্দ্র রায় তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে একত্রে বসবাস করে আসছে।
বিদ্যুৎ চন্দ্রের পরিবারে তার স্ত্রী শ্রীমতি লতা রানী রায়, পুত্র বন্ধন ও কন্যা বন্যা ছাড়াও বাবা বাদল চন্দ্র, কাকা প্রদীপ ও নরেন্দ্র নার্থ, ভাই রিপন, বিপ্লব সহ আরো অনেকে মিলেমিশে বসবাস করছে। বিদ্যুৎ চন্দ্রের স্ত্রী শ্রীমতি লতা রানী রায়ের বিনয়ী সুমিষ্টি আচরনে তার পরিবারের লোকজনসহ এলাকাবাসী খুবই খুশি ও সন্তুষ্ট।
কিন্তু সাম্প্রতি কে বা কাহারা রাতের আধাঁরে যতিনেরহাট সরা এলাকায় অসত্য মানহানিকর লিফলেট বিভিন্ন স্থানে লাগিয়ে বিদ্যুৎ চন্দ্রের পরিবারের চরিত্র হনন করেছে। মানহানিকর বেনামী লিফলেটের কারনে ওই পরিবারের লোকজন এখন সামাজিক ভাবে এলাকায় চলাফেরা করতে পারছে না। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।