মোঃ রফিকুল ইসলাম, (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলা সদরের আরডিআরএস বাজার সংলগ্ন কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে গোপালগঞ্জ গামী একটি বিআরটিসি বাসের সাথে কুড়িগ্রাম গামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত ।
বাকিরা চিকিৎসাধীন রয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন নরসিংদীর মনোহরদী চর মাধবদি এলাকার মৃত সায়েদ আলীর পুত্র প্রাইভেটকার চালক সোহেল মিয়া (৩৫), কুড়িগ্রামের দুর্গাপুর গোড়াই মাস্টার পাড়া এলাকার একই পরিবারের মৃত আমান আলীর পুত্র আকবর আলী (৫৮), আকবর আলীর স্ত্রী বিলকিস বেগম (৪২) আকবর আলীর পুত্র বায়েজিদ হোসেন বেলাল (১৬) অপরদিকে সড়ক দুর্ঘটনায় আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সাময়িক চিকিৎসা নিয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন আকবর আলীর কন্যা আয়েশা সিদ্দিকা (৯) ও হেলপার পরিচয় অজ্ঞাত। সড়ক দুর্ঘটনা¯’ল পরিদর্শন করেছেন কুড়িগ্রাম সদর থানার তদন্ত অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেদওয়ান ফেরদৌস সজীব জানায়, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে সকালে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতদের ৩জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ও অন্য ২ জনকেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।