কুগ্রামড়ি থেকে মোঃ রফিকুল ইসলাম; কুড়িগ্রাম সদরের আদর্শ পৌর বাজারে বৃহস্পতিবার সকালে মাছ ব্যবসায়িদের সাথে কোন রকম আলোচনা না করে অবৈধ স্থাপনা নির্মান কাজ শুরু করা হয়। মাছ সেডের চলাচলের রাস্তা দখল করে কতিপয় বাজার সমিতির লোকজন পৌর মেয়র আব্দুল জলিলের সাথে গোপন আঁতাত করে এ অবৈধ নির্মান কাজ চালায় বলে ব্যবসায়িরা অভিযোগ করে।
এ সময় নির্মান কাজে তৃতীয় শ্রেণির ইট ব্যবহার ও নিম্ন মানের বালি ও যেনতেন সিমেন্ট দিয়ে নির্মান কাজ করায় সবার নজরে পড়ে। এলাকার সচেতন লোকজন প্রথমে নির্মান কাজের দূর্নীতি দেখতে পেয়ে বাঁধা প্রদান করে। পরে মাছ ব্যবসায়িরা ক্ষুব্ধ হয়ে মাছ সেডের চলাচলের রাস্তা দখল করে অবৈধ নির্মান কাজ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে পৌর মেয়র আব্দুল জলিল ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে।