কুড়িগ্রাম থেকে মোঃ রফিকুল ইসলাম: কুড়িগ্রাম সদর উপজেলায় চলতি বছর সাম্প্রতিক বন্যায় ক্ষয় ক্ষতির পরিমান ৩২ কোটি ২৮ লক্ষ ৪৩ হাজার টাকা। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে বাস্তবায়িত কুড়িগ্রাম সদরের ২৮টি সেতু/কালভাটের সংযোগ সড়ক সাম্প্রতিক বন্যায় সম্পূর্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা ০.৩০০ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

টিআর কাবিখা কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়িত মাটির রাস্তা (কাঁচা সড়ক) ৮৭ কিলোমিটার আংশিক ও ১৬৯ কিলোমিটার সম্পূর্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় কাঁচা ঘরবাড়ী ২৬ হাজার ৪শ’৪টি আংশিক ও ১ হাজার ৫শ’৮৭টি সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়াও মসজিদ মাদ্রাসা মন্দির ৩শ’৪৭টি আংশিক এবং ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
কৃষি সেক্টরে ১১০ হেক্টর বীজতলা ও ৩১০ হেক্টর সবজি ক্ষেত সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান জানায়, কুড়িগ্রাম সদর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষয় ক্ষতির বিবরন ডি-ফরমে পূরন করে জেলা প্রশাসক বরাবর প্রেরন করা হয়েছে।