 
																
								
                                    
									
                                 
							
							 
                    সারাদেশব্যপী বিদ্যুতের লোডশেডিং ও ভোলায় পুলিশের গুলিতে আঃ রহিম নিহত হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধার বিভিন্ন উপজেলা হতে বিএনপির নেতা কর্মীরা সমবেত হয়ে। এই বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা দাবি করেন বর্তমান সরকারের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ এবং দূর্নীতিতে চ্যাম্পিয়ন। এই সরকার যদি আবার ও ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা আরো খারাপ হওয়ার আসঙ্কা রয়েছে। তাই জনগণের প্রতি তারা আহব্বান জানান আওয়ামীলীগ সরকারকে বয়কট করার জোড় দাবি জানান।
মঙ্গলবারের এই কর্মসুচীতে জেলা বিএনপির সভাপতি, অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। জেলা বিএনপির সহসভাপতি, সহিদুজ্জামান ও নেতা ইলিয়াস হোসেন, মোহাম্মদ আলী, সাদেকুল ইসলাম নান্নু, রবিউল ইসলাম ও এলাকার সর্বসাধারন-সহ আরো অনেক নেতাকর্মী।