গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা-নলডাঙ্গাগামী পাকা সড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (২৭) ও নাজমুল ইসলাম (৩৮) নামে ২ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জাকিরুল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের দুলা দর্জির ছেলে, অপর দিকে নিহত অটোচালক নাজমুল ইসলাম সদরের বাকীরমোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নিউ সাফা পলাশবাড়ী এক্সপ্রেস নামে একটি বাস বামনডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকা অভিমূখে রওয়ানা করে। এর অদূরে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবনের নিকট পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিক্সাযাত্রী জাকিরুল ইসলাম ও চালক নাজমুল ইসলাম নামে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন- নিহত জাকিরুল ইসলামের স্ত্রী লীমা বেগম (২৪), সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের কছর আলীর ছেলে নুরুল ইসলাম (২৭), তার স্ত্রী জুঁই বেগম (২৪), ছেলে রাকিব বাবু (১), বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-অটো মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম ও নাজমুল ইসলাম নামে জনের হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।এদূঘটনার এখন পর্যন্ত মামলা হয়নি।