 
																
								
                                    
									
                                 
							
							 
                    গাইবান্ধার (সাঘাটা-ফুলছড়ি) উপজেলা মিলে জাতীয় সংসদ নির্বাচনে ৫ আসনে গত ১৮সালের নির্বাচনে জাতীয় সংসদের স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া নির্বাচিত হন,তিনি বার্ধক্যজনিত রোগে মারা যাবার পর আসনটি শুন্য ঘোষনা করে ১২ তারিখ বুধবার উপ- নির্বাচনের তারিখ ঘোষনা করেন সিইসি।
গত বুধবার উপ-নির্বাচনে সকাল থেকে সুষ্ঠু ভাবে ৫প্রার্থীর প্রতিদ্বন্দিতায় ভোট গ্রহন চলাকালীন দুপুর দুইটার দিকে ৫১ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুবার রহমানের লোকজন,কেন্দ্রোগ্তুলোতে অপর প্রার্থীর এজেন্টকে বের করে দিয়ে,ভোটে অনিযমের অভিযোগে ও নির্বাচন পরিবেশ নিয়ন্ত্রয়নের বাহিরে চলে যাওয়ায় নির্বাচন কমিশন (সিইসি)উপ-নির্বাচনের ভোট গ্রহন স্হগিত করেন,এরই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা শহরে আওয়ামী লীগ প্রার্থীর ও দলের অংঙ্গ সংগঠনের নেতা কর্মিরা জেলার কেন্দীয় শহীদ মিনার হতে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা করেন।
এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এ্যাডভোকেট রুল্হল আমিন,ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিক্ষোভ মিছিল শেষে টায়ার জালিয়ে, নির্বাচন কমিশন সিইসি”র পদত্যাগ দাবী করা হয়।