জুম্মা মুসলমানদের নিকট একটি পবিত্র দিন, এই দিনের আলাদা একটি মর্যাদা রয়েছে।
জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তা’আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও।
রাসুল (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যাদের জন্য জুমা ওয়াজিব, তাদের জন্য জুমার দিনে গোসলও ওয়াজিব। সুতরাং, জুমার দিনে গোসল করা আবশ্যক, যদি আপনি জুমার সালাতে অংশ গ্রহণ করতে চান। এই মাসয়ালা নিয়ে আলেমদের দ্বিমত আছে, কেউ কেউ মোস্তাহাব, উত্তম বা সুন্নাহ বলেছেন। তবে একাধিক হাদিসের মধ্যে নবী করিম (সা.) ওয়াজিব শব্দটি ব্যবহার করেছেন এবং ওয়াজিবের দিকে ইঙ্গিত করেছেন, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।