আবু বকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত হওয়ায় জেলা প্রশাসন গোটা জেলাকে লক ডাউন ঘোষনা করেছে ৩ দিন পুর্বে। লক ডাউন ঘোষনার পর সেনাবাহিনী ও আইন শৃংখলা বাহিনী তৎপর হয়েছে মানুষকে ঘরে রাখার জন্য, তাদেরকে বুঝিয়ে ঘড়ে থাকার অনুরোধ করছে।
কিন্তু পুলিশ ও জনগন চোর পুলিশ খেলায় মেতে উঠেছে। পুলিশ যখন আসে তখন রাস্তা ফাকা, পুলিশ চলে গেলে আবার সাবেক অবস্থা।
এইজন্য জয়পুরহাট পৌর মেয়র কাচা বাজার , পুর্ববাজারকে শহীদ জিয়া কলেজে, আর সাহেব বাজারকে সরকারী কলেজে স্থানান্তর করেছে। সাহেব বাজারেও এখনো বাজার বসছে।